ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ফোনালাপে তিনি মোদিকে পাকিস্তান ইস্যুতে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে ‘পাকিস্তানের সঙ্গে কোনও যুদ্ধ না করার’ বিষয়ে কথা বলেছি।”
স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে ভারতীয়–আমেরিকান নেতাদের সঙ্গে দিওয়ালি উদযাপনের অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, “আমাদের মধ্যে দারুণ একটি আলাপ হয়েছে। আমরা বাণিজ্য নিয়ে কথা বলেছি-অনেক কিছু নিয়ে কথা হয়েছে, তবে মূলত বাণিজ্য নিয়েই আলোচনা হয়েছে। যদিও কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি যে, পাকিস্তানের সঙ্গে কোনও যুদ্ধ না করতে।”
ওই অনুষ্ঠানে ট্রাম্প আরও বলেন, “আমার মনে হয় বাণিজ্য আলোচনার বিষয়টি থাকার কারণেই আমি এটি বলতে পেরেছি এবং এখন আমাদের পাকিস্তান ও ভারতের মধ্যে কোনও যুদ্ধ নেই, এটি সত্যিই এক অসাধারণ ব্যাপার।”
ট্রাম্প মোদির প্রশংসা করে বলেন, “তিনি (মোদি) একজন মহান ব্যক্তি, বহু বছর ধরে তিনি আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও জানান, মোদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আগ্রহী।
তিনি বলেন, “আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো। আর তিনি রাশিয়া থেকে এখন খুব বেশি তেল কিনছেন না। তিনি চান যুদ্ধটি শেষ হোক। অনেকটা আমার মতোই। তারা (ভারত) রুশ তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে এবং তা আরও কমাতে কাজ করছে।”
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখছে। তিনি বলেন, “আমরা আমেরিকাকে অগ্রাধিকার দিচ্ছি; একই সঙ্গে সবাইকে একে অপরের সঙ্গে মিলেমিশে চলতে উৎসাহিত করছি। আমরা মধ্যপ্রাচ্যে প্রায় পূর্ণ শান্তি অর্জন করেছি-যা কেউ ভাবতেও পারেনি। একসময় যারা একে অপরকে ঘৃণা করত, এখন তারা একে অপরকে ভালোবাসছে।”
এর আগে, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন যে, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের অবসানে তার প্রশাসনের ভূমিকা ছিল ‘গুরুত্বপূর্ণ’। তবে ভারত সরকার এ দাবিকে অস্বীকার করে বলেছে, কোনও ‘বাণিজ্যিক চাপ’ বা ট্রাম্পের মধ্যস্থতায় নয়, বরং তাদের নিজস্ব উদ্যোগেই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে।
অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তার সক্রিয় ভূমিকা প্রশংসনীয়।” সূত্র: ডন নিউজ
বিডি প্রতিদিন/একেএ