এ বছর ‘মান্মত’ আলোয় ঝলমল করছে না। কারণ শাহরুখ খান সপরিবারে পালি হিলের একটি ভাড়া বাড়িতে রয়েছেন। তবু ছোট করে উদ্যাপন করেছেন। বাড়িতে লক্ষ্মীপুজো করেছেন তারকাপত্নী গৌরী খান। শাহরুখ দীপাবলির মধ্যরাতে গৌরী খানের ছবি দিয়ে লেখেন, ‘শুভ দীপাবলি সকলকে। মা লক্ষ্মী আপনাদের সকলকে উন্নতি ও সমৃদ্ধি দিক। সকলকে আলোর উৎসবের শুভেচ্ছা। সকলের জীবনে শান্তি আসুক, এই কামনা করি।’ এমনিতে সময় ভালো যাচ্ছে শাহরুখের। সম্প্রতি জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। বলিউডে আত্মপ্রকাশ করেছেন ছেলে আরিয়ান। মেয়ে সুহানা আগামী ছবির প্রস্তুতি শুরু করেছেন, সেখানেও দেখা যাবে শাহরুখকে। এককথায় ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন কিং খান।