দক্ষিণ আফ্রিকার ইসোয়াতিনি রাজ্য বাংলাদেশে তাদের অনারারি কনসাল হিসেবে ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব মোরশেদুল আলম চাকলাদারকে নিয়োগ দিয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করাই হবে তার প্রধান কাজ।
গত রোববার ইসোয়াতিনি রাজ্যের রাজা মসোয়াতি তৃতীয়ের অনুমোদনক্রমে রাজকীয় সরকার আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ দেন। এর পরপরই বাংলাদেশ সরকার অফিসিয়াল এক্সিকিউটর জারি করে মোরশেদুল আলম চাকলাদারকে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দেয়।
অনারারি কনসাল হিসেবে মোরশেদুল আলম বাংলাদেশে ইসোয়াতিনির স্বার্থের প্রতিনিধিত্ব করবেন এবং কনস্যুলার দায়িত্ব পালন করবেন। বিমান, ব্যাংকিং, রিয়েল এস্টেট ও লজিস্টিকস ব্যবসার সঙ্গে যুক্ত এই ব্যবসায়ী স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে মোরশেদুল আলম চাকলাদার বলেন, আমার ওপর আস্থা রাখার জন্য ইসোয়াতিনি রাজ্য ও বাংলাদেশ সরকারের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমি এ দায়িত্বকে দুই জাতির মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সমৃদ্ধির একটি স্থায়ী সেতু নির্মাণের সুযোগ হিসেবে দেখছি। সহযোগিতার নতুন পথ অন্বেষণ করতে এবং ইসোয়াতিনি ও বাংলাদেশকে আরো কাছাকাছি আনতে আমি অক্লান্ত পরিশ্রম করতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, ইসোয়াতিনি দক্ষিণ আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাজ্য। এখানে রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, কয়লা ও সোনার খনি এবং শিক্ষা ও প্রাকৃতিক দৃশ্যের সম্ভার। এটি দক্ষিণ আফ্রিকান উন্নয়ন সম্প্রদায় (এসএডিসি) ও আফ্রিকান ইউনিয়নের সদস্য।
বিডি প্রতিদিন/সুজন