চট্টগ্রাম নগরের বন্দর থানার বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় প্রকাশ্যে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক চীনা নাগরিক আহত হয়েছেন। তার কাছ থেকে আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ ওই বিদেশি নাগরিকের বিস্তারিত পরিচয় এখনও জানাতে পারেনি।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন বিদেশি নাগরিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ঘটনাটি বন্দরের সংরক্ষিত এলাকার বাইরে ঘটেছে। বন্দর অফিসার্স কলোনি গেটের সামনে তিনজন ছিনতাইকারী এক চীনা নাগরিককে ছুরি দিয়ে হাঁটুর নিচে আঘাত করে আইফোন ও কিছু টাকা ছিনিয়ে নেয়।
তিনি আরও জানান, এ সময় পথচারীরা এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। একজন পালিয়ে গেলে আহত বিদেশি নিজেই আরেকজনকে তাড়া করে ধরে ফেলেন। পরে পুলিশ এসে ওই ছিনতাইকারীকে আটক করে। আহত বিদেশি নাগরিক ও গণপিটুনিতে আহত ছিনতাইকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/সুজন