মাত্র দুটি সিনেমা দিয়ে দক্ষিণ ভারতীয় সিনেমার জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তরুণ অভিনেতা-পরিচালক প্রদীপ রঙ্গনাথন। বিশেষ করে দক্ষিণ ভারতের তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। সেই জনপ্রিয়তার প্রমাণ মিলল তার নতুন সিনেমা ডুড-এর বক্স অফিসে। রীতিমতো ঝড় তুলেছে সিনেমাটি। সিনেমাটি মুক্তির পরেই দর্শকের বিপুল আগ্রহ দেখা যাচ্ছে। মনে হচ্ছে প্রদীপ রঙ্গনাথন তার ঝুলিতে আরও একটি ব্লকবাস্টার হিট যুক্ত করতে যাচ্ছেন।
কার্থিসরণ পরিচালিত রোমান্টিক ছবি ডুড। যেখানে প্রদীপের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মমিথা বাইজু, মাত্র তিন দিনের মধ্যেই বিশ্বব্যাপী ৬৬ কোটি রুপি আয় করে ফেলেছে। দেওয়ালি উৎসবকে কেন্দ্র করে ছবিটি মুক্তি পাওয়ায় এর ব্যবসার গতি নিয়ে প্রত্যাশা ছিলই, তবে এই বিপুল সাফল্য অনেকেই হয়তো ভাবেননি। ধারণা করা হচ্ছে, মাত্র ৩০ কোটি রুপি বাজেটে তৈরি এই সিনেমাটি প্রথম সপ্তাহেই ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে চলেছে।
ডুড মুক্তি পেয়েছে তামিল ও তেলেগু এই দুটি ভাষায়। প্রদীপ রঙ্গনাথন এবং মমিথা বাইজু ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন সারথকুমার, রোহিনী, দ্রাবিড সেলভম, নেহা শেঠি, সত্যাসহ আরও অনেকে।
ছবির গল্প আবর্তিত হয়েছে দুই বন্ধু আগন (প্রদীপ) এবং কুরাল (মমিথা)-এর জীবনকে ঘিরে। তাদের সম্পর্কে এক নতুন মোড় আসে যখন কুরাল বিয়ের প্রস্তাব দেয়।
হিন্দুস্তান টাইমসের রিভিউ অনুযায়ী, ছবির নতুন জুটি ও এর রোমান্টিক গল্পের প্রশংসা করা হয়েছে। গণমাধ্যমটি লিখেছে, 'নির্মাতা অত্যন্ত নিখুঁতভাবে প্রচলিত রোমান্টিক ট্রপগুলো ব্যবহার করেছেন, তবে প্রয়োজনীয় ক্ষেত্রে স্টেরিওটাইপ উল্টে দিয়েছেন। ছবির সবচেয়ে ভালো দিক হলো, আপনি মনে করেন গল্পটা আপনি ধরতে পারছেন, কিন্তু চলমান সময় আপনার ধারণা প্রায়ই চ্যালেঞ্জের মুখে পড়ে।'
বিডি প্রতিদিন/নাজমুল