ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দ্রুত বৈঠক হওয়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ট্রাম্প দাবি করেছিলেন, এই বৈঠক আগামী দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরির বুদাপেস্টে হতে পারে। কিন্তু মস্কো মঙ্গলবার সেই দাবিকে কিছুটা নড়বড়ে করে দিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই শীর্ষ বৈঠকের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই এবং দুই নেতার মধ্যে একটি বৈঠকের প্রস্তুতিতে সময় লাগতে পারে। তিনি আরও বলেন, বুদাপেস্টে বৈঠকের সম্ভাব্য তারিখ সম্পর্কে মস্কোর কাছে কোনো ধারণা নেই। পেসকভ জোর দিয়ে বলেন, এখানে প্রাথমিকভাবে কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। প্রস্তুতির প্রয়োজন, গুরুতর প্রস্তুতির।
শীর্ষ বৈঠক বিলম্বিত হওয়ার এই খবর আরও জোরালো হয়েছে কারণ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে এই সপ্তাহে একটি পরিকল্পিত প্রস্তুতিমূলক বৈঠক আপাতত হচ্ছে না। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মঙ্গলবার এই প্রাক-বৈঠকের বিবরণ নিয়ে আলোচনা করাকে সময়-পূর্ব বলে মন্তব্য করেছেন।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তুতিমূলক বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে। একটি সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত নিয়ে মস্কো চরমপন্থী অবস্থানে অনড় থাকায় ওয়াশিংটন উদ্বিগ্ন।
বিডি প্রতিদিন/নাজমুল