দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে অশালীন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রচারের অভিযোগে ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে কেন্দ্রীয় দপ্তরের নির্দেশে অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদলকে বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ফেনী জেলা বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই নেতা তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন, যা দলের নীতি ও আদর্শবিরোধী হিসেবে বিবেচিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল