বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি এন সেলিমকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারা এলাকার একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত সেলিমের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়িতে বিস্ফোরক ঘটনার মামলা রয়েছে। মামলার প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে বান্দরবান কারাগারে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল