আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পথসভা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ (ফুলগাজী–পরশুরাম–ছাগলনাইয়া) আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।
মঙ্গলবার সকালে পৌরসভার পূর্ব ও পশ্চিম ছাগলনাইয়া এলাকায় পৃথক পথসভায় যোগ দেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পথসভায় রফিকুল আলম মজনু বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই। জনগণের শক্তিতেই পরিবর্তন আসবে।”
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে। জনগণের আস্থা ফিরিয়ে আনাই এখন আমাদের মূল লক্ষ্য।”
পথসভায় উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল