বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ৩৬, ৩৭ ও ৫৬ নম্বর সীমান্ত পিলারের ওপারে, মিয়ানমারের অভ্যন্তরে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার রাত থেকে শুরু হওয়া এ গোলাগুলি মঙ্গলবার সকাল পর্যন্ত থেমে থেমে চলতে থাকে। স্থানীয়রা জানান, আরাকান আর্মি (এএ), আরসা ও আরএসও’র মধ্যে ত্রিমুখী সংঘর্ষের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক আজিজুল হক রানা বলেন, সীমান্তের ওপারে রাতভর প্রচণ্ড গোলাগুলি হয়েছে। অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তারা।
বিডি প্রতিদিন/হিমেল