রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় রাজশাহী থেকে ঢাকা কিংবা অন্য সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
রেলওয়ের ওয়েম্যান সবুজ জানান, রাজশাহী থেকে পাবনার ঢালারচর স্টেশনের মধ্যে চলাচল করে ঢালারচর এক্সপ্রেস ট্রেন। সন্ধ্যার কিছুক্ষণ আগে ট্রেনটির রাজশাহী থেকে ঢালারচর স্টেশনের উদ্দেশ্যে রওনা করে। এ সময় অন্য লাইনে থাকা দুটি অতিরিক্ত বগির সঙ্গে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে ঢালাচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজশাহী রেলওয়ে স্টেশনে ম্যানেজার জিয়াউল আহসান জানান, এ ঘটনায় রাজশাহী থেকে ঢাকা কিংবা অন্য কোথাও ট্রেন চলাচলে সমস্যা নেই। সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এছাড়া রেলওয়ের কর্মীরা লাইনচ্যুত হওয়া বগি দুটি উদ্ধারে কাজ শুরু করেছেন।
বিডি প্রতিদিন/জামশেদ