মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের প্রায় ৭৮ শতাংশ ভূখণ্ড বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলে তার ধারণা। তাই বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, উভয় পক্ষেরই এখন যুদ্ধ বন্ধ করা উচিত। সবাইকে ঘরে ফিরতে হবে, মানুষ হত্যা বন্ধ করতে হবে। যুদ্ধ চলতে থাকলে ভবিষ্যতে কোনো সমাধান বের করা কঠিন হয়ে পড়বে।
ডনবাস অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প জানান, এখনকার অবস্থা যেভাবে আছে, সেভাবেই রেখে দেওয়া হোক। আমার বিশ্বাস, রাশিয়া ইতোমধ্যে প্রায় ৭৮ শতাংশ এলাকা দখল করে নিয়েছে। পরবর্তীতে আলোচনার মাধ্যমে এর সমাধান হতে পারে।
তবে ইউক্রেন বহুবার জানিয়েছে, তারা রাশিয়ার দখল থেকে পুরো ভূখণ্ড পুনরুদ্ধার না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। ট্রাম্প নিজেও গত মাসে বলেছিলেন, ইউক্রেন সামরিকভাবে জয়লাভ করে ক্রিমিয়া উপদ্বীপসহ দখলকৃত সব অঞ্চল পুনর্দখল করতে সক্ষম।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/শআ