শুল্কারোপ ও যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েছে। সেই সঙ্গে অনেকেরই কর্মঘণ্টা কমে যাওয়ায় আয় কমে গেছে। এ অবস্থায় জর্জরিত মানুষের পাশে দাঁড়িয়েছে নিউইয়র্কস্থ ‘সন্দ্বীপ সোসাইটি’। প্রতি মাসের তৃতীয় শনিবার সংগঠনের সদস্যদের ব্যবস্থাপনায় সংকটে পড়া মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ফিরোজ আহমেদ জানিয়েছেন, গত ২১ মাসে প্রায় ২০ হাজার আমেরিকানের মধ্যে সাড়ে ৮ লাখ ডলারের খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বিতরণের সময় দেখা যায়, এসব খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে চাল, ডাল, মাছ, পেঁয়াজ, আলু, শসা, চিজ, গাজর ইত্যাদি।
ফিরোজ আহমেদ আরও বলেন, খাদ্য-সামগ্রী কেনার তহবিল সরবরাহ করছে নিউইয়র্ক প্রশাসন। আমরা ব্যবস্থাপনায় রয়েছি। তবে আনুষঙ্গিক কিছু খরচ সোসাইটির পক্ষ থেকে করতে হচ্ছে। আশপাশের সব মানুষই এসব সহায়তা গ্রহণ করছেন। আগে মাসে দুইবার বিতরণ করা হতো। তবে এখন একবার।
উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণের পাশাপাশি নিজ নিজ এলাকার কল্যাণে নিউইয়র্কে শতাধিক সংগঠন রয়েছে। সন্দ্বীপ সোসাইটির সদস্যরা মারা গেলে তার দাফন-কাফনের পুরো দায়িত্ব নেয় সংগঠনটি। মৃত ব্যক্তির পরিবারের প্রয়োজনে সহায়তা করে থাকে।
বিডি-প্রতিদিন/এমই