ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে বারবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার ঢাকা-বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সাহেবগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুল মোমিন সরকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি নেতা ভিপি আয়নুল হক, ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ ও নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়কের সাহেবগঞ্জ এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় ও উল্টো পথে গাড়ি চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় উপসহকারী প্রকৌশলী রবিন ইসলাম প্রাণ হারিয়েছেন। ফুটওভার ব্রীজ নির্মাণ করা না হলে আরো প্রাণহানির আশঙ্কা রয়েছে। একই সাথে স্থানটিতে ট্র্রাফিক পুলিশের স্থায়ী নিয়োগের দাবি করা হয়। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরাও অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম