ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ আবু তাহের সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা থানার খারুয়ালী–পনাশাইল রোডে অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ হুমায়ুন কবির (৩৬), আতিকুল ইসলাম (৪৬), মোঃ সিদ্দিকুর রহমান (৩৪) এবং ধ্রুব সরকার (২৪)। তল্লাশিকালে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ভালুকা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল