ইনডোর প্ল্যান্ট বা ঘরের ভেতরের গাছপালা শুধু ঘরের শোভা বাড়ায় না, পাশাপাশি দূষিত বাতাস শোষণ করে পরিবেশ রাখে স্বাস্থ্যকর ও সতেজ।
বাড়ির বাইরে গাছ লাগানোর সুযোগ না থাকলেও চিন্তার কিছু নেই। ঘরের ভেতরেই সহজে রাখা যায় এমন কিছু গাছ রয়েছে, যা পরিবেশ পরিশুদ্ধ করার পাশাপাশি মনকেও রাখে ফুরফুরে। জেনে নিন এমন তিনটি ইনডোর গাছের নাম—
১. স্পাইডার প্ল্যান্ট (Spider Plant)
মাকড়সার পায়ের মতো পাতাযুক্ত এই গাছ দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি কার্যকর। এটি ঘরের বাতাস থেকে বেনজিন, ফর্মালডিহাইড ও কার্বন মনোক্সাইডের মতো ক্ষতিকর উপাদান শোষণ করে। পাশাপাশি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।
২. ইংলিশ আইভি (English Ivy)
মূলত ঠান্ডা আবহাওয়ায় ভালো জন্মালেও ঘরের ভেতরে এই গাছ সহজেই বড় করা যায়। সরাসরি রোদ এড়িয়ে হালকা ঠান্ডা পরিবেশে রাখলে এটি দ্রুত বেড়ে ওঠে। এটি ফরমালডিহাইডসহ বিভিন্ন গ্যাসীয় দূষক শোষণ করে বাতাসকে করে তোলে নির্মল। একইসঙ্গে এটি ঘরের অন্দরসজ্জার দিক দিয়েও বেশ জনপ্রিয়।
৩. পিস লিলি (Peace Lily)
গাঢ় সবুজ পাতার মাঝে সাদা ফুল ফোটানো এই গাছটি ঘরের সৌন্দর্য যেমন বাড়ায়, তেমনি বাতাস বিশুদ্ধ করতে কার্যকরভাবে কাজ করে। কিছু কিছু পিস লিলি গাছে গোলাপি বা হলুদ রঙের ফুলও ফোটে। হালকা সূর্যালোক পেলেই এটি ভালোভাবে বেড়ে ওঠে এবং দূষিত কণা শোষণ করে বিশুদ্ধতা আনে ঘরের বাতাসে।
বিডি প্রতিদিন/মুসা