জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। হাতে ২ উইকেট, দরকার মাত্র ৫ রানশেষ ওভারে। ক্রিজে ছিলেন অভিজ্ঞ ব্যাটার শাই হোপ। কিন্তু সাইফ হাসানের ঠাণ্ডা মাথার বোলিংয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ২১৩ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস, ফলে ২১৪ রানের লক্ষ্যে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
রোমাঞ্চকর এই শেষ ওভারে নায়ক সাইফ হাসান। ওভারের প্রথম দুটি ডেলিভারিতেই রান না দেওয়ায় চাপ তৈরি হয় ব্যাটারদের ওপর। তৃতীয় ও চতুর্থ বলে আসে ১ করে দুই রান। ফলে শেষ দুই বলে প্রয়োজন পড়ে ৩ রানের।
পঞ্চম বলে আকিল হোসেন আউট হলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের সমীকরণ দাঁড়ায় ১ বলে ৩ রান। নতুন ব্যাটার খারি পিয়েরে শেষ বলে ক্যাচ তুলে দেন, কিন্তু ফাইন লেগে থাকা নুরুল হাসান সোহান সহজ ক্যাচ ফেলে দেন। সেই সুযোগে দুই রান নিতে সক্ষম হন পিয়েরে, আর ম্যাচ টাই হয়ে যায়।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার দিনে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান তরুণ অলরাউন্ডার রিশাদ হোসেন। মাত্র ১৪ বলে অপরাজিত ৩৯ রানের ঝড়ো ইনিংসে বাংলাদেশ তোলে লড়াকু ২১৩ রান।
বিডি প্রতিদিন/মুসা