গাজীপুরের টঙ্গীতে এলাকাবাসীর গণপিটুনিতে অজ্ঞাত (৩৫) এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে দুইজন যুবক টঙ্গীর স্টেশন রোড এলাকায় বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী তাদের দু'জনকে আটক করলেও অপর একজন কৌশলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ওই ছিনতাইকারীকে রশি দিয়ে হাত-পাঁ বেধে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, টঙ্গীর স্টেশন রোড এলাকায় দৈনিক ২০-৩০টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুই ছিনতাইকারী বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় এলাকাবাসী একজনকে আটক করে গণপিটুনি দেয়। তার মৃত্যুর পর এলাকাবাসী তার শরীরে লবণ ছিটিয়ে দেয়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, মৃত ওই যুবকের নাম-পরিচয় শনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এমআই