দীপাবলির আগে জীবনের সবচেয়ে বড় উপহার পেলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তাঁর স্বামী রাজনীতিক রাঘব চাড্ডা। রবিবার (২০ অক্টোবর) দিল্লির এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরিণীতি। প্রথমবার মা হওয়ার অনুভূতি এখনো গুছিয়ে নিতে পারেননি এই অভিনেত্রী, তবে সন্তানের আগমনে উচ্ছ্বাস যেন ধরে না রাখতেই পারলেন না তিনি।
রাঘব চাড্ডার সামাজিক মাধ্যমে ছেলের জন্মের সুখবর জানানোর পর থেকেই শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন এই নবদম্পতি। বলিউড তারকা থেকে শুরু করে অগণিত অনুরাগী সবাই শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন নতুন বাবা-মাকে।
হাসপাতাল থেকেই অনুরাগীদের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়েছেন পরিণীতি। তিনি লিখেছেন, 'শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের আলাদা করে উত্তর দিতে পারিনি, কিন্তু ভালোবাসা আমাদের কাছে ঠিকই পৌঁছেছে। আমরা কৃতজ্ঞ, আপ্লুত।'

পরিণীতির এই বার্তা যেন তার হৃদয়ের অন্তরতম অনুভূতি প্রকাশ করে। মা হওয়ার আনন্দের মধ্যেই ছড়িয়ে দিয়েছেন অনুরাগীদের ভালোবাসা।
এদিকে, পরিণীতির একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। সেই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন,'আমি অনেক সন্তানের মা হতে চাই। আমার বহু দিনের ইচ্ছা একদিন শিশু দত্তক নেওয়ারও।'
বিডি প্রতিদিন/মুসা