‘হাসতে হাসতে খুন করে দেব’ মাসখানেক আগে এমনই একটি রহস্যঘন ক্যাপশন দিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ছবিতে দেখা গিয়েছিল, জানালার ধারে বসে হাতে রক্তমাখা ছুরি ধরে রয়েছেন তিনি। পাশে ছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। সেই ছবিকে ঘিরেই জল্পনা শুরু হয়েছিল তাদের নতুন কোনও সিনেমা কি আসছে?
অবশেষে দীপাবলির আলোয় প্রকাশ্যে এল সেই ছবির নেপথ্য কাহিনি। সামনে এসেছে শুভশ্রীর নতুন সিনেমা ‘ওয়েটিং রুম’-এর ফার্স্ট লুক।
ছবিটি পরিচালনা করছেন কৌশিক গাঙ্গুলি। আর তাতেই স্পষ্ট, শুভশ্রী এবার সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে ধরা দিতে চলেছেন।
‘ওয়েটিং রুম’-এ শুভশ্রীকে দেখা যাবে চরিত্র ‘দীপা’-র ভূমিকায়। ফার্স্ট লুকে তার চোখেমুখে প্রতিশোধের আগুন, হাতে রক্তমাখা ছুরি, চোখে জল, সারা মুখে লেগে থাকা রক্তের ছাপ, সব মিলিয়ে দর্শকেরা যেন চমকে গেছেন এই লুক দেখে। শুভশ্রীর এমন রূপ আগে কখনও দেখেননি দর্শকেরা।
প্রথম দর্শনে ছবিটি থ্রিলার বলে মনে হলেও, ঘনিষ্ঠ সূত্রের খবর ওয়েটিং রুম’ মূলত একটি সোশ্যাল ড্রামা, যেখানে ফুটে উঠবে দীপা নামের এক নারীর জীবনসংগ্রাম ও আবেগঘন যাত্রাপথ। তার ভেতরে জমে থাকা ক্ষোভ, অপমান আর বিচারের লড়াই সবই ধরা পড়বে পর্দায়।
‘ওয়েটিং রুম’-এর শুটিং শুরু হচ্ছে আগামীকাল (২২ অক্টোবর) থেকে। ছবিতে শুভশ্রীর পাশাপাশি অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রেশমি সেন প্রমুখ। সংগীত পরিচালনায় আছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত।
‘পরিণীতা’ থেকে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ প্রতিটি ছবিতেই অভিনয়ে নতুন স্তর ছুঁয়েছেন শুভশ্রী। ‘ওয়েটিং রুম’ হতে চলেছে সেই ধারাবাহিকতার পরবর্তী ধাপ। ভিন্ন ঘরানার চরিত্রে নিজেকে আরও একবার প্রমাণ করতে প্রস্তুত অভিনেত্রী।
বিডি প্রতিদিন/মুসা