বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর প্রথমবার জনসমক্ষে এলেন পপ তারকা সেলেনা গোমেজ এবং মিউজিক প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো।
সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসা এই দম্পতি ১৮ই অক্টোবর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত পঞ্চম বার্ষিক অ্যাকাডেমি মিউজিয়াম গালাতে নবদম্পতি হিসেবে প্রথম রেড কার্পেটে হাঁটেন।
তারকা দম্পতির এই বিশেষ দিনের জন্য পোশাকেও ছিলেন দারুণ। ৩৩ বছর বয়সী সেলেনা পরেছিলেন একটি কাস্টম-মেড জর্জো আরমানি প্রিভে গাউন। এটির গলার কাছে স্ফটিকের কারুকাজ ছিল। এর সাথে তিনি সিলভার ক্রিস্টাল ড্যাঙ্গলি ইয়ারিং, কাঁধের ওপর একটি কালো ব্লেজার পরেন।
অন্যদিকে, বেনি ব্ল্যাঙ্কো পরেন কালো ভেলভেট স্যুট। তার সঙ্গে একটি নীল বাটন-আপ সিল্ক শার্ট।
যদিও এটি তাঁদের বিবাহিত দম্পতি হিসাবে প্রথম জনসমক্ষে আসা। তবে বিয়ের পর থেকেই তারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি প্রকাশ করছেন।
সেলেনা শেয়ার করা বেনির একটি নোটে লেখা ছিল, আমি জানি আমি একটু বেশি আবেগপ্রবণ হচ্ছি, কিন্তু তোমাকে ছাড়া একটি দিনও আমার কাছে অনন্তকাল মনে হয়। তুমি যখন ফিরবে, আমি চেয়েছিলাম যেন মনে হয় বাড়ি ফিরেছো। আমি তোমাকে ভালোবাসি।
বিডি প্রতিদিন/নাজমুল