জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার বিচারের দাবিতে এবার তাঁতি বাজার মোড়ের অবরোধ ছেড়ে বংশাল থানা ঘেরাও করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে সাধারণ শিক্ষার্থীরা। একইসঙ্গে শিক্ষার্থীদের সাথে অংশ নিয়ে বিক্ষোভ মিছিল করছে কেন্দ্রীয় ছাত্রদলসহ জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার রাত ১২টায় বংশাল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা 'আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে', 'রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন কী করে?' সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থী। বিক্ষোভ মিছিলটি বিশ্বজিৎ চত্বর থেকে শুরু হয়ে শাঁখারি বাজার, রায়সাহেব বাজার মোড় হয়ে তাঁতি বাজার মোড় অবরোধ করে কিছুক্ষণ অবস্থান নেয়। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে বংশাল থানা ঘেরাও করেন তারা।
বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, 'জুবায়েদে হত্যাকারীদের গ্রেফতার করা না পর্যন্ত ছাত্রদলের পক্ষ থেকে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।'
বিডি প্রতিদিন/মুসা