মোংলার নারকেলতলা খাল থেকে একটি মৃত কুমির উদ্ধার করেছে বনবিভাগ। রবিবার সকালে স্থানীয়রা খালে কুমিরটি ভাসতে দেখে বনবিভাগকে খবর দেয়। পরে সদস্যরা ঘটনাস্থল থেকে কুমিরটি উদ্ধার করে সুন্দরবনের করমজলে মাটি চাপা দেন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেল সংলগ্ন নারকেলতলা খাল থেকে বিকেল সাড়ে ৩টার দিকে কুমিরটি উদ্ধার করা হয়। মৃত কুমিরটির গলায় রশি বাঁধা ছিল এবং সামনের ডান পা অনুপস্থিত। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে কেউ কুমিরটি মেরে নদীতে ফেলে দেয়, যা ভেসে খালে চলে আসে। প্রায় ১৫-১৬ বছর বয়সী পুরুষ কুমিরটির দৈর্ঘ্য ছিল প্রায় ৯ ফুট। শরীরে আঘাতের দাগও পাওয়া গেছে।
আজাদ কবির বলেন, কে বা কারা কুমিরটিকে হত্যা করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কারণ এসব প্রাণী হত্যা করা দণ্ডনীয় অপরাধ।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, গত এক মাস ধরে মোংলার বুড়িরডাঙ্গা এলাকায় চিংড়ি ঘের ও পুকুরে একটি কুমির দেখা যাচ্ছিল। বনবিভাগকে জানানো হলেও তারা সেটি উদ্ধার করেনি। স্থানীয়দের ধারণা, জানমালের নিরাপত্তার আশঙ্কায় কেউ কুমিরটিকে মেরে নদীতে ফেলে দিয়েছে। তারা বনবিভাগের অবহেলার কথাও উল্লেখ করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল