রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে পালক ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই খুন হয়েছে। নিহতের নাম বুলবুল আহমেদ রুবেল (৩৩)। তিনি পেশায় অটো চালক। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফকিরাপুল কমর গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামী হাসপাতাল, পরে সেখান থেকে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃতের ছেলে আলিফ আহমেদ অনিক বলেন, আমার বাবা থাকেন মুন্সিগঞ্জে। ফকিরাপুল কোমর গলিতে দাদি, আমি, ছোট চাচা ও অভিযুক্ত পালক চাচা রনি (৩৫) থাকেন। শিশু অবস্থায় আমার দাদি চাচা রনিকে পালক নিয়েছিল। আজ সকালে আমার খালা পপি আক্তার কোমর গলির বাসায় আসছিলেন দাদির মাধ্যমে কিস্তিতে লোন উঠানোর জন্য কথা বলতে। সেখানে পালক চাচা রনির সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হয়।
অনিক আরও বলেন, এসব বিষয় নিয়ে কথা বলতে আমার বাবা-মা মুন্সিগঞ্জ থেকে ফকিরাপুল আসেন সন্ধ্যায়। এরপর চাচা রনির সাথে তর্ক-বিতর্কের একপর্যায়ে বাবার বুকে ও হাতে ছুরিকাঘাতে গুরুতর আহত করে চাচা। পরে সেখান থেকে বাবাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত রুবেল মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার যশসলং গ্রামের মৃত আজিজ ভুঁইয়ার ছেলে। দুই মেয়ে ও এক ছেলের জনক রুবেল সৌদি প্রবাসী ছিলেন। পাঁচ বছর আগে বাংলাদেশে এসে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা চালানো শুরু করেন।
বিডি প্রতিদিন/এমআই