ঢাকার কেরানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে লিজা আক্তার (২০) নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর কাজীভবন এলাকা এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
লিজা আক্তার বাগেরহাট জেলার কচুয়া থানার গোপালপুর গ্রামের বাসিন্দা। স্বামী তাইজুল ইসলাম ও দুই সন্তান নিয়ে তিনি বাঘৈর কাজীভবন এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
স্বামী বলেন, ‘আমি একজন গাড়ি চালাক। আমাদের পাঁচ বছরের একটি মেয়ে এবং সাত মাসের একটি ছেলে রয়েছে। মাঝে মাঝে গাড়ি চালিয়ে রাতে ঘরে ফেরার বিষয়ে স্ত্রীর সঙ্গে তর্ক হতো, তবে সংসারে কোনো গুরুতর সমস্যা ছিল না। হঠাৎ কী কারণে সে এই কাজ করল, তা আমার বোধগম্য নয়। মেয়েকে নিয়ে দোকানে যাওয়ার পর এসে দেখেছি, সাত মাসের শিশুকে ঘুমিয়ে রেখে আমার স্ত্রী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম লিটন জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা লিজা নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/আশফাক