দুই ম্যাচ চলে গেলেও দেশের ফুটবলে দুই জায়ান্ট আবাহনী ও মোহামেডান জয়ের খাতা খুলতে পারেনি। শুরুতেই তারা বাংলাদেশ ফুটবল লিগে মূল্যবান পাঁচ পয়েন্ট নষ্ট করল। গেল লিগে ঐতিহ্যবাহী মোহামেডান টানা আট ম্যাচ জেতার পর প্রথম লেগে শেষ ম্যাচে হেরে যায় ইয়ংমেন্স ফকিরেরপুলের কাছে। সেই চ্যাম্পিয়নদের এবার একি দশা। গত ২৭ সেপ্টেম্বর পেশাদার লিগের উদ্বোধনী ম্যাচে ফর্টিস এফসির কাছে ০-২ গোলে হেরে যায়। গতকাল মোহামেডান এগিয়ে থেকেও পুলিশের সঙ্গে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করল। অন্যদিকে পেশাদার লিগে সর্বোচ্চ ছয়বার শিরোপা জেতা ঢাকা আবাহনী লিগ শুরু করেছিল রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র করে। দ্বিতীয় ম্যাচে ১-২ গোলে হেরে যায় ব্রাদার্স ইউনিয়নের কাছে।
ফেডারেশন কাপ গ্রুপ ম্যাচে স্যামুয়েলের হ্যাটট্রিকে পুলিশকে হারিয়ে ছিল ঢাকা মোহামেডান। গতকাল লিগে হোঁচট খেয়ে মাঠ ছেড়েছে সাদা-কালোরা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুর চার মিনিটের মাথায় এগিয়ে যায় ব্রাদার্স। রক্ষণভাগের দায়িত্বহীনতার কারণে আবাহনীর জালে বল জড়ায়। বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায় ব্রাদার্সের নেপালি ফুটবলার অঞ্জন বিস্টা অনেকটা আরামেই নিশানা খুঁজে পান। গোল শোধে মরিয়া হয়ে ওঠে আবাহনী। মোহামেডান থেকে যোগ দেওয়া মালির সুলেমান দিয়াবাতের তৎপরতা দেখে মনে হচ্ছিল ম্যাচে সমতা ফিরবে। অথচ মোরসালিনদের পিছিয়ে থেকে মাঠ ছাড়তে হয়।
দ্বিতীয়ার্ধে ব্রাদার্স ব্যবধান দ্বিগুণ করে। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস গানেস সিলভা গোলটি করেন। ব্রাদার্স প্রথম ম্যাচে হেরেছিল পুলিশের কাছে। দ্বিতীয় ম্যাচে তারা ভয়ংকর রূপ ধারণ করে আবাহনীকে দাবিয়ে রাখে। যোগ করা সময়ে দিয়াবাতে ব্যবধান কমালেও হেরেই মাঠ ছাড়তে হয় জায়ান্ট আবাহনীকে। অন্যদিকে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশের বিপক্ষে এগিয়ে গিয়ে জয় না পাওয়াটা মোহামেডানের জন্য ছিল হতাশার। ১৯ মিনিটে রহিম উদ্দিনের গোলে এগিয়ে যায় তারা। ৪৯ মিনিটে পুলিশের অধিনায়ক শেখ বাবলু গোল করে ম্যাচে সমতা ফেরান। বাকি সময়ে আর গোল হয়নি। প্রথম ম্যাচে মোহামেডানের হারের দিনে ড্র করেছিল আবাহনী। দ্বিতীয় ম্যাচে ঠিক তার উল্টোটা হলো। ২৪ নভেম্বর মোহামেডান-আবাহনীর লড়াই। মানিকগঞ্জ শহীদ মিজান-তপন স্টেডিয়ামে রহমতগঞ্জ ২-০ গোলে হারায় ইয়ংমেন্স ফকিরেরপুলকে। দ্বিতীয়ার্ধে আবু ও রাজন গোল দুটি করেন। আজ বুসন্ধরা কিংস লিগের দ্বিতীয় ম্যাচ খেলবে ফটিস এফসির বিপক্ষে। উদ্বোধনী ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়নরা ২-২ ড্র করে পিডাব্লিউডির বিপক্ষে।