প্রতিষ্ঠার পর থেকে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ফ্যাশন, টেক্সটাইল, ব্যবসা এবং প্রযুক্তি ক্ষেত্রে উৎকর্ষের কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে এ বছর ‘বিইউএফটি ন্যাশনাল কুইজ প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন করছে। এ প্রতিযোগিতাটি আগামী ৮ নভেম্বর, বিইউএফটির ক্যাম্পাস, নিশাতনগর, তুরাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে। বর্তমানে প্রতিযোগিতার জন্য নিবন্ধন চলছে। আগ্রহী অংশগ্রহণকারীরা বিইউএফটির অফিশিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। এই প্রতিযোগিতার লক্ষ্য হলো, শিক্ষার্থীদের কৌতূহল জাগানো এবং পাঠ্যপুস্তকের বাইরে জ্ঞান অন্বেষণে উৎসাহিত করা। এখানে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। প্রতিযোগিতায় উৎকর্ষতার স্বীকৃতির জন্য থাকবে নগদ অর্থ পুরস্কার ও সার্টিফিকেট। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা, প্রথম রানার-আপ পাবে ৪০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ পাবে ৩০ হাজার টাকা। এ ছাড়া ইভেন্টের সবচেয়ে অসাধারণ ব্যক্তিগত পারফরমারকে ১০ হাজার টাকার ‘সেরা অংশগ্রহণকারী’ পুরস্কার দেওয়া হবে। বিইউএফটি নিয়মিত এ ধরনের ইভেন্ট আয়োজন করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সৃজনশীলতা এবং নাগরিক সম্পৃক্ততাকে উৎসাহিত করা হচ্ছে।