বাবা রজত বেদীর সঙ্গে আরিয়ান খান পরিচালিত সিরিজের ‘ব্যাডস অব বলিউড’-এর লাল গালিচায় হাজির হয়েছিলেন এই তন্বী। কয়েক সেকেন্ডের ভিডিও, তাতেই ভাইরাল বীরা বেদী। রীতিমতো শোরগোল পড়ে গেছে বীরাকে নিয়ে। অনেকেই তাঁর মুখের সঙ্গে নাকি হুবহু মিল পেয়েছেন কারিনা কাপুরের। কেউ কেউ আবার ঐশ্বরিয়ার সঙ্গেও তুলনা টেনেছেন। দর্শকের হঠাৎ এতটা আগ্রহ তাঁকে নিয়ে, তাতে নাকি ভয় পেয়েছেন বীরা। নেটাগরিকদের কথায়, তাঁর মুখের সঙ্গে নাকি হুবহু মিল রয়েছে কারিনা কাপুরের। অনেকে লিখেছেন, ‘বীরাকে দেখে মনে হচ্ছে যেন পুরোনো দিনের কারিনা।’ আবার কারও মনে হয়েছে কারিশমা-কারিনার চেহারার আদল যেন ফুটে উঠেছে রজত-কন্যার মধ্যে। কেউ কেউ বলেছেন, ‘বীরা দশটা কারিনা কাপুরের ক্যারিয়ার নষ্ট করে দিতে পারেন।’ যদিও মেয়েকে নিয়ে এমন আগ্রহ দেখে খুশি রজত। পাশাপাশি, তিনি অনুরোধ করেন, তাঁর মেয়ের সঙ্গে কারিনা-ঐশ্বরিয়ার মতো বড় তারকার তুলনা না টানার। রজত বলেন, ‘আপনাদের ভালোবাসা পেয়ে আমরা আপ্লুত।’