অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘আমার ইচ্ছা থিয়েটার করব। কিন্তু কীভাবে করব তা জানি না। পরে নাট্যকেন্দ্রে যুক্ত হই। একদিন দেখি ব্যায়াম করাচ্ছে, তো এটা দেখে মনে মনে বলি, এই করার জন্য নাটকের দলে ঢুকলাম। আমি আসলেই কিছু জানতাম না। দেখি নানাভাবে ব্যায়াম করাচ্ছে।’ মোশাররফ করিম আরও বলেন, ‘আমার প্রশ্ন, ব্যায়ামটা কেন করাচ্ছে? আমিও সিদ্ধান্ত নিলাম ব্যায়ামটা করে যাই। পরে ব্যায়াম করলাম। এই যে ব্যায়াম করলাম, কেন করলাম? এই প্রশ্নের উত্তর তিন বছর পরে পেয়েছি। ব্যায়াম করার সময়ে আমরা বুঝতে পারি না। কিংবা মঞ্চে এই লাইটটা কেন? এসব বোঝার জন্য যে ধৈর্য দরকার, সেটা অনেকেই ধারণ করি না।’ তারিক আনাম খানের সঙ্গে তিক্ত-মধুর অভিজ্ঞতা বর্ণনা করে মোশাররফ করিম বলেন, ‘আরজ চরিতামৃত’ নাটকের সময়ে একজন আসেন নাই। মঞ্চে হারিকেন নিয়ে হেঁটে যাওয়ার একটি দৃশ্য ছিল। ওই হাঁটাটা আমি হাঁটলাম। এই কাজটা আমার ছিল না, আমি করে দিই। কিন্তু তারিক (তারিক আনাম খান) ভাই গালিগালাজ শুরু করলেন। আর সবগুলো গালি ইংরেজিতে দিলেন। আমার খুব খারাপ লাগছিল। বুঝতেছিলাম না, কাজটা করার পরও কেন এমনটা করলেন। পরে বুঝলাম, আমার ভুলটা কোন জায়গায় ছিল। মূলত, আমি কাজটা দায়সারা গোছের করেছিলাম।