বাবা রঞ্জিত মল্লিক কাঁদলেন কন্যা কোয়েল মল্লিকের জন্য। কিন্তু কেন? আসলে দীর্ঘ কয়েক বছর পর আবার পর্দায় দেখা যাবে এই বাবা ও কন্যা জুটিকে অন্নপূর্ণা বসুর পরিচালনায় ‘স্বার্থপর’ ছবিতে। যদিও পর্দায় এবার বাবা-মেয়ের চরিত্রে নয়। সম্পত্তি ঘিরে দাদা ও বোনের আইনি লড়াইয়ে আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক। যেখানে কোয়েল মল্লিক অর্থাৎ পর্দার ‘অপর্ণা’কে তার প্রাপ্যটুকু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তিনি। এ ছবি নিয়ে কথা বলার মাঝে পুরোনো স্মৃতিতে ফিরলেন বাবা ও কন্যা। প্রথম ছবি ‘নাটের গুরু’তে অভিনয় নিয়ে স্মৃতিচারণা করলেন কোয়েল। রঞ্জিত মল্লিকের কথায়, ‘একসময় কোয়েলের জন্য আমার নিজের অভিনয় খারাপ হয়ে যেত। কারণ ও কী করছে সেটাই আমি বেশি দেখতাম, ফলে আমার চরিত্রে ভুলভাল হয়ে যেত। তবে এত বছর পর এখন আর তা হয় না। এখন নিজের মতো স্ক্রিপ্ট পড়ে আত্মবিশ্বাসের সঙ্গে অভিনয় করে।’
কোয়েল বলেন, ‘বাবা বললেন তাই মনে পড়ে গেল, নাটের গুরু ছবিতে আমার একটি কান্নার দৃশ্যের জন্য চোখে গ্লিসারিন দেওয়া হচ্ছিল। সেই সময় আয়নাটা আমার সামনে ছিল, আয়না দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম বাবা ঠিক পেছনে দাঁড়িয়ে এবং আমার চোখে গ্লিসারিন দেওয়া হবে তাই আমার কষ্ট হবে ভেবে বাবা নিজেই কাঁদছেন। সেই সময় শুটিংয়ে বাবাকে কাঁদতে দেখেছিলাম আমার জন্য।’