ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এবছর এইচএসসি পরীক্ষায় কলেজ থেকে ১ হাজার ১১৬ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮৫জন। পাসের হার ৮৯ দশমিক ৩৪শতাংশ।
বৃহস্পতিবার সকালে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞান ও প্রযুক্ত কলেজের মানবিক বিভাগ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় ২জন অংশ নিয়েছে। পাসের হার শতভাগ।
ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৩৭৯ পরীক্ষার্থী। পাস করেছে ৩০৪জন। জিপিএ-৫ পেয়েছে ৫জন। পাসের হার ৮০ দশমিক ২১শতাংশ।
ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২১০ পরীক্ষার্থী। পাস করেছে ১৫৮জন। কেউই জিপিএ-৫ পায়নি। পাসের হার ৭৫ দশমিক ২৪শতাংশ।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৭৯৯পরীক্ষার্থী। পাস করেছে ৫৮৭জন। জিপিএ-৫ পেয়েছে ১৭। পাসের হার ৭৩ দশমিক ৪৭শতাংশ।
ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৩৬১ পরীক্ষার্থী। পাস করেছে ২৫৮জন। জিপিএ-৫ পেয়েছে ২জন। পাসের হার ৭১ দশমিক ৪৭শতাংশ।
আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৯৫ পরীক্ষার্থী। পাস করেছে ৬৫জন। পাসের হার ৬৮ দশমিক ৪২শতাংশ।
বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৩১১ পরীক্ষার্থী। পাস করেছে ১৭৩জন। পাসের হার ৫৫ দশমিক ৬৩শতাংশ।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার নয় উপজেলা থেকে এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১২ হাজার ৬১২ শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৬ হাজার ৫৩৩ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২৮৫জন। পাসের হার ৫১ দশমিক ৭৯শতাংশ। বিজয়নগর উপজেলা থেকে ৬৬৪শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে পাস করেছে ৩৬৫জন। পাসের হার ৫৪ দশমিক ৯৭শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭শিক্ষার্থী। নবীনগর উপজেলা থেকে ১ হাজার ৭৩৫ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬৬২জন। পাসের হার ৩৮ দশমিক ১৬শতাংশ।
জেলায় আলিম পরীক্ষায় অংশ নিয়েছে ৬৮৮ পরীক্ষার্থী। পাস করেছে ৫২৮জন। পাসের হার ৭৬ দশমিক ৭৪শতাংশ। জিপিএ-৫ প পেয়েছে ২৬জন। কারিগরি থেকে ৭৪০জন অংশ নিয়ে পাস করেছে ৫২১জন। পাসের হার ৭০ দশমিক ৪০শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ জন।
বিডি প্রতিদিন/এএম