মহাকাশে বিজ্ঞানীরা সবচেয়ে শক্তিশালী ও দূরবর্তী এক ‘অদ্ভুত রেডিও বলয়’ আবিষ্কার করেছেন। এটি পৃথিবী থেকে প্রায় ৭ দশমিক ৫ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত এবং আকারে প্রায় ৯ লাখ ৭৮ হাজার আলোকবর্ষ বিস্তৃত।
এ আবিষ্কারটি গ্যালাক্সি বা ছায়াপথের বিবর্তন ও ব্ল্যাকহোল (অন্ধকার নক্ষত্রগহ্বর) সম্পর্কে প্রচলিত ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে।
এই রেডিও বলয়টির নাম RAD J131346.9+500320। এটি এখন পর্যন্ত পাওয়া দ্বিতীয় দ্বি-বলয়যুক্ত ORC। গবেষকদের মতে, এটি একটি বিশালাকৃতির রেডিও তরঙ্গ বলয়, যা কোনো গ্যালাক্সিকে ঘিরে থাকে। এমন বলয় প্রথম দেখা গিয়েছিল ২০১৯ সালে।
গবেষণার নেতৃত্ব দেন ভারতের মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনন্দ হোতা। তিনি জানান, এই বলয়গুলো গ্যালাক্সি ও ব্ল্যাকহোলের পারস্পরিক বিকাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে।
সর্বশেষ গবেষণা অনুযায়ী, এই আলোকবলয়গুলো সম্ভবত গ্যালাক্সির অভ্যন্তর থেকে নির্গত তীব্র গ্যাসপ্রবাহ বা ‘সুপারউইন্ড আউটফ্লো’ (অত্যন্ত শক্তিশালী বাতাসের স্রোত) থেকে তৈরি হয়েছে।
গবেষক দলের সদস্য প্রতীক দাভাধে বলেন, এসব রেডিও বলয় একক কোনো অদ্ভুত ঘটনা নয়; বরং এগুলো মহাকাশে ব্ল্যাকহোলের বিকিরণ ও বাতাসের প্রবাহে তৈরি বৃহত্তর প্লাজমা কাঠামোর অংশ।
বিডিপ্রতিদিন/কবিরুল