ভবিষ্যতের যাতায়াত ব্যবস্থায় নতুন অধ্যায়। দুবাইয়ের আকাশে উড়লো চীনা উড়ন্ত গাড়ি। প্রযুক্তি জগতে এই সফল উড্ডয়নকে ধরা হচ্ছে বৈশ্বিক অগ্রযাত্রার এক নতুন মাইলফলক হিসেবে।
দুবাইয়ের নীল আকাশে রবিবার ভেসে উঠল চীনা কোম্পানির তৈরি আধুনিক উড়ন্ত গাড়ি, ল্যান্ড এয়ারক্রাফ্ট ক্যারিয়ার। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সপেং এরোহট প্রদর্শন করেছে তাদের সর্বশেষ মডেলটি। যাতে রয়েছে একটি স্থল যান বা ‘মাদারশিপ’, আর এর সঙ্গে যুক্ত একটি বিচ্ছিন্নযোগ্য এয়ার মডিউল।
ডেমো ফ্লাইটে দেখানো হয় কীভাবে গাড়িটি মাটিতে চলমান অবস্থা থেকে এয়ার মডিউল আলাদা হয়ে উড়ে যায় এবং পুনরায় নিরাপদে যুক্ত হয়।
এই উড়ন্ত গাড়িতে রয়েছে স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল দুই ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা। স্বয়ংক্রিয় মোডে মাত্র এক স্পর্শেই সম্পন্ন হয় রুট পরিকল্পনা, উড্ডয়ন ও অবতরণ। আর ম্যানুয়াল মুডে একক জয়স্টিকের মাধ্যমে একহাতে ছয় ধরনের অপারেশন চালানো সম্ভব।
চীনের কনসাল জেনারেল ওউ বোচিয়ান বলেন, এই সাফল্য চীন ও আমিরাতের প্রযুক্তিগত সহযোগিতাকে আরও এগিয়ে নেবে, খুলে দেবে বিনিয়োগের নতুন দিগন্ত।
কোম্পানিটির প্রতিষ্ঠাতা ঝাও দেলি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বাজারেই তারা দেখছেন উড়ন্ত গাড়ির সবচেয়ে বড় সম্ভাবনা। দুবাইয়ের উদ্ভাবন-অনুকূল নীতি ও সরকারি সহায়তাই তাদের এই শহরকে বেছে নিতে উৎসাহিত করেছে।
ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বাজার থেকে ৬০০ ইউনিট উড়ন্ত গাড়ির অর্ডার পেয়েছে এক্সপেং এরোহট। যা তাদের বিদেশি বাণিজ্যের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য।
২০২৭ সালের মধ্যেই এই উড়ন্ত গাড়ি বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচনের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
সূত্র: সিনহুয়া
বিডি প্রতিদিন/নাজমুল