বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মনিরুল হক ফরাজী বলেছেন, জামায়াত এখন মায়া কান্না করে সংসদ নির্বাচনী বৈতরনী পার হতে চায়। তারা চিহ্নিত স্বাধীনতা বিরোধী হলেও দেশের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বেশী দরদ দেখাচ্ছে।
সোমবার সকালে মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজারের পানগুছি কনভেনশন সেন্টারে স্থানীয় বিএনপি আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরাজী আরও বলেন, জামায়াত পিআর-পিআর করে গলাবাজি করে দেশের গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের মৌলিক অধিকার হুমকির মুখে ফেলেছে। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে একত্রিত হতে আহ্বান জানিয়েছে। বিএনপি সব ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী।
মতবিনিময় সভায় খাউলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম হাওলাদারের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি খান মনিরুল ইসলাম, জেলা বিএনপি নেতা অহিদুল ইসলাম পল্টু ও অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল