চলমান জেন-জি বিক্ষোভ ও ক্রমবর্ধমান জনরোষের মুখে দেশ থেকে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি নিরিনা রাজোয়েলিনা। গতকাল রবিবার তিনি দেশ ছাড়েন ও আজ সোমবার তার এই প্রস্থানের বিষয়টি প্রকাশ্যে আসে। দেশটির বিরোধীদলীয় নেতারা এমনটি দাবি করেছেন। খবর রয়টার্সের।
পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা সিতেনি র্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো রয়টার্সকে জানিয়েছেন, সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহীদের সাথে যোগ দেয়ার পর রবিবার রাজোয়েলিনা মাদাগাস্কার ত্যাগ করেন। আমরা প্রেসিডেন্সির কর্মীদের ফোন করেছিলাম এবং তারা নিশ্চিত করেছে যে তিনি (প্রেসিডেন্ট) দেশ ছেড়ে গেছেন।
তবে আন্দ্রে রাজোয়েলিনার বর্তমান অবস্থান ‘অজানা’ বলেও জানান সিতেনি। এর আগে, দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল, রাজোয়েলিনা স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে এর মধ্যেই তার পালিয়ে যাওয়ার খবর এলো। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি প্রেসিডেন্ট কার্যালয়।
বিডি-প্রতিদিন/শআ