সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের সঙ্গে সালমান খানের দ্বন্দ্বের বিষয়টি বলিউডের সবারই জানা। এ বার সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন সালমান খান। ‘বিগ বস ১৯’-এর মঞ্চে খোলাখুলি কথা বলেছেন ভাইজান। শুধুই কি ভুল বোঝাবুঝি হয়েছিল তাদের?
‘বিগ বস ১৯’-এর সপ্তাহান্তে উপস্থিত ছিলেন কৌতুকশিল্পী রবি গুপ্তা। তিনি এসেই সালমানকে বলেন, “আমার আপনার সামনে আসতে ভয় করছিল।”
ভাইজান অবাক হয়ে কারণ জানতে চান। তখন রবি জানান, তার মুখের সঙ্গে অরিজিৎ সিংয়ের মিল রয়েছে, তাই তিনি সালমানের সামনে আসতে ভয় পাচ্ছিলেন। এই শুনে প্রথমে সালমান হাসেন। তার পরে জানান, অরিজিত আসলে তার খুব ভাল বন্ধু।
ভাইজান বলেন, “অরিজিত ও আমি দুইজনই খুব ভাল বন্ধু। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল। আর সেই ভুল বোঝাবুঝিটা আমার দিক থেকেই হয়েছিল।”
ঠিক কী ঘটেছিল সালমান ও অরিজিতের মধ্যে? ২০১৪ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকদের মধ্যে ছিলেন সালমান। খুবই সাদামাঠা পোশাকে নিজের পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন অরিজিত। তাকে দেখে সালমান মন্তব্য করেন, “ঘুমোচ্ছিলে নাকি?”
অরিজিৎ কিছুটা হকচকিয়ে গিয়ে উত্তর দিয়েছিলেন, “আরে আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।”
দর্শক হেসে উঠেছিলেন এই মন্তব্যে। কিন্তু ভালভাবে নেননি সালমান। এই ঘটনার পরেই নাকি সালমান তার ছবি ‘কিক’, ‘বজরঙ্গী ভাইজান’, ‘সুলতান’ থেকে অরিজিতের গান বাদ দিয়ে দিয়েছিলেন। বিশেষ করে ‘সুলতান’ ছবির ‘জাগ ঘুমেয়া’ গানটি আসলে গেয়েছিলেন অরিজিত। পরে সেটি গান রাহত ফতেহ আলি খান।
২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে সালমানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিত। জানিয়েছিলেন, তিনি কখনওই সালমানকে অপমান করতে চাননি। ভুল বোঝাবুঝি হয়েছে মাত্র। তাই প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন তিনি। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম