বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে নারায়ণগঞ্জে শিশু নির্যাতন রোধ এবং শিশুদের অধিকার বাস্তবায়ন বিষয়ে জেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, ‘শিশুরা যেন ঝরে না পড়ে, সেজন্য জেলা প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। আমরা যখন কোনো স্কুল পরিদর্শনে যাই, তখন শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ, ইউনিফর্ম এবং খেলার সরঞ্জাম নিয়ে যাই, যাতে তারা আনন্দঘন পরিবেশে পড়াশোনা করতে পারে।’
তিনি আরও বলেন, ‘বাচ্চাদের সময় দেওয়া জরুরি। অনেক সময় বাবা-মা নিজেদের ব্যস্ততার কারণে সন্তানদের সময় দিতে পারেন না। বর্তমানে আমাদের পরিবার আছে, কিন্তু পরিজনের অভাব রয়েছে। কাজের পাশাপাশি সন্তানদের প্রতিও সচেতন থাকতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. সোহাইল এবং ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের জেলা প্রতিনিধি মহুয়া আক্তারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/জামশেদ