পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, রাতভর সীমান্ত সংঘর্ষে আফগানিস্তানের তালেবান ও তাদের সহযোগী সংগঠনের ২০০ যোদ্ধা নিহত হয়েছে। এসময় নিজেদের ২৩ জন সৈন্য নিহত হয়েছে বলেও স্বীকার করে পাকিস্তান।
সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রবিবার এক বিবৃতি এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, গত ১১ ও ১২ অক্টোবরের রাতে আফগান তালেবান এবং ভারতীয় মদদপুষ্ট "ফিতনা আল খাওয়ারিজ" গোষ্ঠী বিনা উসকানিতে পাক-আফগান সীমান্তজুড়ে পাকিস্তানে হামলা চালায়।
এই হামলাকে 'কাপুরুষোচিত' আখ্যা দিয়ে তারা বলেছে, সন্ত্রাসবাদকে মদত দিতে এবং অস্থিতিশীলতা তৈরির 'হীন চক্রান্তের' অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়,'আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে পাকিস্তানের সতর্ক সশস্ত্র বাহিনী সীমান্তজুড়ে চালানো এই আক্রমণ প্রতিহত করেছে এবং তালেবান বাহিনী ও তাদের সহযোগী খাওয়ারিজদের ভারী ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম