ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে নেই নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। শারীরিক সমস্যা কাটিয়ে ওয়ানডে সিরিজে ফেরার কথা রয়েছে তার। সবশেষ ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মাঠে নেমেছিলেন উইলিয়ামসন। এরপর চোট ও ব্যক্তিগত কারণে স্কোয়াডের বাইরে তিনি। কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, পুরোপুরি ফিট হতে উইলিয়ামসনের আরও সময় লাগবে।
তিনি বলেছেন, ‘সে (উইলিয়ামসন) নিঃসন্দেহে বিশ্বমানের একজন ক্রিকেটার। আমরা আশা করছি, অতিরিক্ত এই দুই সপ্তাহের বিশ্রাম তাকে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ ও পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পুরোপুরি প্রস্তুত করবে।’
অস্ত্রোপচারের পর দলে ফিরেছেন মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন তিনি। ফিরেছেন রাচিন রবীন্দ্রও। জিমি নিশাম আছেন স্কোয়াডে। অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়েন তিনি।
ইনজুরিতে ছিটকে গেছেন বেন সিয়ার্স, ফিন অ্যালেন, মিলনে, ফার্গুসন, গ্লেন ফিলিপস ও উইল ও’রুউর্ক। দলে নেই অভিজ্ঞ স্পিনার ইশ সোধিও। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। একই মাঠে ২০ অক্টোবর দ্বিতীয় ম্যাচের পর তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি হবে অকল্যান্ডে, ২৩ অক্টোবর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলবে ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত।
নিউজিল্যান্ড টি–টোয়েন্টি দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফাউলকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, টিম সেইফার্ট (উইকেটকিপার)।
বিডি প্রতিদিন/নাজিম