মেক্সিকোতে টানা প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। রবিবার এ তথ্য নিশ্চিত করা হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ট্রপিক্যাল ঝড় ‘প্রিসিলা’ ও ‘রেমন্ড’-এর কারণে সৃষ্ট ভারী বৃষ্টিতে ভূমিধস ও বন্যা দেখা দেয় পাঁচটি অঙ্গরাজ্যে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ভেরাক্রুজ রাজ্যে ১৮ জন, হিদালগোতে ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারোতে একজনের মৃত্যু হয়েছে।
রাষ্ট্রপতি ক্লাউডিয়া শেইনবাউমের সরকার ক্ষতিগ্রস্ত ১৩৯টি শহরে সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
মেক্সিকোর সেনাবাহিনী প্রকাশিত ছবিতে দেখা গেছে, সৈন্যরা লাইফ র্যাফট ব্যবহার করে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে, কাদামাটিতে ডুবে যাওয়া ঘরবাড়ি, এবং কোমর-সমান পানিতে উদ্ধারকর্মীদের তৎপরতা।
রাষ্ট্রপতি শেইনবাউম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, “ভেরাক্রুজ, হিদালগো, পুয়েবলা, কুয়েরেতারো ও সান লুইস পোতোসিতে আমরা স্থানীয় গভর্নর ও কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে জরুরি সহায়তা অব্যাহত রেখেছি। জাতীয় জরুরি কমিটি ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে।”
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম