পরিবেশ দূষণ রোধে পলিথিন ব্যবহার বন্ধে রাজধানীর মোহাম্মদপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সংগঠনটির মোহাম্মদপুর থানা শাখার আয়োজনে মোহাম্মদপুর লিমিটেড কাঁচাবাজারে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক মো. এমরান খান, সদস্য সচিব তাছির আলমগীর, যুগ্ম-আহবায়ক মো. ইয়াছিন, আহ্বায়ক কমিটির সদস্য মো. সিয়াম, মো. সাজ্জাদ, আল-আমিন, মো. নিহাদ, আহাদ, আরাফাত, মো. রনি, আরমান, মো. সালমান, আকাশ, মিরাজ হোসেন, রাহাত, শাকিল আনোয়ার প্রমুখ।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা পরিবেশের দূষণ কমিয়ে আনতে পলিথিনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরার পাশাপাশি পলিথিনের বিকল্প হিসেবে কাগজ, পাট অথবা নেটের ব্যাগ ব্যবহারের জন্য বাজারে আসা ক্রেতা ও মানুষকে উৎসাহিত করেন।
বসুন্ধরা শুভসংঘ মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক মো. এমরান খান বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর জেনেও বছরের পর বছর পলিথিন বা পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ ব্যবহার হয়ে আসছে। বসুন্ধরা শুভসংঘের আয়োজনে মোহাম্মদপুরের জনগণকে প্লাস্টিক দূষণ ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা করা হয়েছে।
সংগঠনটির মোহাম্মদপুর থানা শাখার সদস্য সচিব তাছির আলমগীর বলেন, পলিথিন ব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে আইন থাকা সত্ত্বেও ৮০ শতাংশ মানুষ প্রতিদিন পলিথিন ও প্লাস্টিক সামগ্রী ব্যবহার করছেন। এসব প্লাস্টিক ও পলিথিন মূলত মাটি ও নদীতে গিয়ে জমা হয়। এতে বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলো দূষিত হয়ে পড়ছে। তাই পলিথিনের ব্যবহার বন্ধে সরকারের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।
সচেতনতা কর্মসূচির মাধ্যমে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা প্রতিজ্ঞা করেন, তারা পলিথিনের ব্যবহার বর্জন এবং অন্যদেরও এটি বর্জন করতে উদ্বুদ্ধ করবেন।
বিডি প্রতিদিন/কামাল