নেত্রকোনার দুর্গাপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে পৌর শহরের খরশ এলাকার ফজলুল উলুম কারীমিয়া মাদ্রাসার ২০ জন শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ তুলে দেন সংগঠনটির সদস্যরা। এর মধ্যে ১০ জন এতিম ও ১০ জন দরিদ্র শিক্ষার্থী ছিল। শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, ফাইল, স্কেলসহ প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ দুর্গাপুর উপজেলা শাখার উপদেষ্টা এস.এম রফিকুল ইসলাম রফিক, উপদেষ্টা নির্মলেন্দু সরকার বাবুল, উপদেষ্টা ও দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি রাজেশ গৌড়, সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি আল নোমান শান্ত, মাদ্রাসা শিক্ষক মাওলানা জাকারিয়া হোসাইন, শিক্ষক হাফেজ রফিকুল ইসলাম প্রমুখ।
মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকারিয়া হোসাইন বলেন, আমাদের মাদ্রাসার ১০ জন এতিম ও ১০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে বসুন্ধরা শুভসংঘ যে শিক্ষা উপকরণ দিয়েছে তা খুবই প্রয়োজনীয়। আমরা কৃতজ্ঞতা জানাই।
প্রধান অতিথি দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন বলেন, বসুন্ধরা শুভসংঘ দেশের অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে সমাজে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিচ্ছে। শিক্ষা উপকরণ বিতরণ এই কর্মসূচি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আল নোমান শান্ত বলেন, এই মাদ্রাসার শিক্ষার্থীরা এতিম এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান। তাদের শিক্ষা গ্রহণে সহায়তা করতে পেরে আমরা খুবই আনন্দিত বোধ করছি। বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ মাইনুল