শুধু বিনোদন নয়, সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তার উদ্দেশ্যে টরন্টোর স্টাইলড স্পেস ইভেন্ট স্টুডিওতে অনুষ্ঠিত হলো কবি হিমাদ্রি রায়ের একক কবিতা সন্ধ্যা ‘কবিতাস্নাত জীবন’।
এই মানবিক উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে এনে দেয় এক অনন্য আবেগের সাড়া। প্রবাস জীবনের ব্যস্ততায় এমন আয়োজন যেন হয়ে উঠেছিল ভালোবাসা আর সাহচর্যের এক উষ্ণ উৎসব।
গাছের পাতা ধীরে ধীরে হলুদে রূপান্তরিত হয়ে ঝরে পড়ে, শীতের আগমনী বার্তা বয়ে নিয়ে আসে। ঠিক এমনই একটি সময়ে প্রবাসী বাংলাদেশিরা ‘কবিতাস্নাত জীবন’ কবিতা উৎসবে মেতেছিলেন অন্যরকম এক মিলন মেলায়। কবিতায় আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও বাঙালি সত্ত্বাকে তুলে ধরা হয়।
এই আয়োজনের প্রবেশমূল্য থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও উন্নয়নে প্রদান করা হবে জেনেভা সেন্টার ফর অটিজম ফাউন্ডেশনে।
কবিতার ধারাবাহিক আবেশে মোড়ানো এই ব্যতিক্রমী সন্ধ্যায় দর্শকরা ছিলেন মুগ্ধ, বিমোহিত। প্রতিটি কবিতা যেন তাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছিল প্রিয় স্বদেশের স্মৃতিময় নস্টালজিয়ায়—ভাষা, সংস্কৃতি আর অনুভবের গভীর টানে।
আয়োজক, সংগঠক ও আবৃত্তিকার হিমাদ্রি রায় বলেন, ‘শব্দকে ভালবেসে, মানবিকতার পাশে থেকে কণ্ঠকে আঁধার করে কবিতাকে মানুষের কাছে নিয়ে যেতেই আমার এ প্রচেষ্টা, যদি এতটুকু আপনাদের ভালো লাগে সেটাই আমার সার্থকতা।’
বিডি-প্রতিদিন/ আশফাক