সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া (সিসিএ)-এর উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদযাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার আয়োজন করা হয়।
রবিবার দুপুর ১২টা থেকে সেন্ট অ্যান্ড্রুজ কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সিসিএ সদস্যবৃন্দ, সাংবাদিক ও ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে তানভীর আহমেদ রুমেল সকলকে স্বাগত জানান।
অনুষ্ঠানে সিসিএ সভাপতি সৈয়দ আকরাম উল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় মেজবান ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও এত বড় একটা চ্যালেঞ্জিং আয়োজন সম্ভব হয়েছে শুধুমাত্র সিসিএ- এর সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত মনোযোগ ও কঠোর পরিশ্রমের কারণে। উদাহরণস্বরূপ তিনি সাইফুল হাসান চৌধুরী (সবুজ) এবং এটিএম মাসুম রানার নাম বিশেষভাবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, আজকের এই আয়োজন আমাদের সম্মিলিত সাফল্যের আনন্দ ভাগ করে নেওয়ার মুহূর্ত।
পাবলিক রিলেশন ও কালচারাল সেক্রেটারি সাদিয়া হক জানান, সিসিএ- এর পরবর্তী অনুষ্ঠান হবে ২০২৬ সালের মে মাসে, যা হবে আরও বড় পরিসরে এবং আরও বৈচিত্র্যপূর্ণ।
ট্রেজারার ড. শেইখ সালাউদ্দিন জানান, সিসিএ-এর মেজবান সম্পূর্ণই ফ্রি, এবং টিকিটের জন্য কাউকে কোনো অর্থ খরচ করতে হয়নি। এই উদ্যোগ সিসিএ’কে একটি ব্যতিক্রমী এবং সত্যিকারের চ্যারিটেবল সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক নাইম আবদুল্লাহ। আরও বক্তব্য রাখেন অপারেশন অ্যান্ড ডেলিভারি সেক্রেটারি মোহাম্মদ জিয়াউর রহমান, এস এস হেয়ার অ্যান্ড বিউটির নির্বাহী পরিচালক শাহরিয়াত পারভীন রিপা এবং মোটিফ বাই নিধির প্রতিষ্ঠাতা নওশিন করিম।
মধ্যাহ্নভোজের মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, এ ধরনের পারিবারিক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন প্রবাসী বাংলাদেশি সমাজে একতা ও বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করে তোলে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী সামাজিক আয়োজন চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া (সিসিএ) আয়োজিত ‘মেজবান’ গত ২১ সেপ্টেম্বর, রবিবার সিডনির মিন্টোতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল