কানাডার ক্যালগেরিতে বসবাসরত বাঙালিদের প্রাচীনতম সংগঠন ‘ক্যালগেরি বঙ্গীয় পরিষদ’-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হয়েছে।
স্থানীয় ‘হেলেনিক কমিউনিটি অ্যাসোসিয়েশান’ মিলনায়তনে পূজামণ্ডপ বানিয়ে উৎসবের আয়োজন করা হয়। বিদেশের মাটিতে গ্রামবাংলার খড়ের কুঁড়ে ঘরের আদলে সাজানো হয় মণ্ডপ। ওপরে লাউলতা থেকে কচি লাউয়ের ঝুলে থাকা দৃশ্য যেন গ্রাম বাংলার আবহ তৈরি করে।
গত ২-৪ অক্টোবর পর্যন্ত তিনদিনের এই আয়োজনে একদিকে চলেছে ধর্মীয় আনুষ্ঠানিকতা, অন্যদিকে চলেছে নানা রকম সাংস্কৃতিক আয়োজন। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগমে পূজাকেন্দ্র হয়ে ওঠে প্রবাসী বাঙালিদের অনবদ্য এক মিলনমেলা।
বিডি প্রতিদিন/কেএ