বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াত একদিকে পিআর পিআর বলে আন্দোলন করছে, আরেকদিকে তিনশ আসনে প্রার্থী দিয়ে মানুষকে বিভ্রান্তি করে ভোট চাচ্ছে। মূলত নির্বাচন যাতে না হয় এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে জামায়াত।
রবিবার দুপুরে শহরের ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ-২ আসনের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ডাকে মানুষ মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। আর সেই মুক্তিযুদ্ধকে অপমান করা জিয়ার সৈনিকরা কখনো মেনে নিবে না। সুতরাং এবার যুদ্ধ হবে বিএনপির সাথে মুক্তিযোদ্ধা বিরোধীদের।
তিনি বলেন, জামায়াতের কোনো অস্তিত্বই ছিল না। এই দল কখনো ১০ শতাংশের বেশি ভোট পায়নি। যেহেতু আওয়ামী লীগ নেই, তাই তারা এখন মনে করছে বিএনপির সাথে প্রতিযোগিতা করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল