চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পুনঃনির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার দুপুরে ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদের খতিব আল্লামা তাহির জাবির আল মাদানি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরী, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মলেক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নূরী, একে খান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সালাউদ্দিন কাসেম খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার নেতা অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান।
অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। চট্টগ্রাম বিজয়ের স্মৃতি সংরক্ষণ করার লক্ষ্যে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ ১৬৬৭ সালে মসজিদটি নির্মাণ করেন। আজ এটির পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হল। আশা করি, দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন