সিংড়ার চলনবিলে ধান ক্ষেতে বিশেষভাবে তৈরি কিল্লা ঘরের ফাঁদ ও কারেন্ট জালে আটক ১০ বক ও ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।
রবিবার কাকডাকা ভোরে উপজেলার বিলদহর ও কালিনগর মাঠে কিল্লা ঘরের ফাঁদ থেকে ছয়টি বক ও বারইহাটি বিলে কারেন্ট জালের ফাঁদ থেকে চারটি ঘুঘু পাখি উদ্ধার করেন পরিবেশকর্মীরা। আর কোনোদিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকায় দুই শিকারিকে ছেড়ে দেওয়া হয়। ধ্বংস করা হয় বিশেষভাবে তৈরি ফাঁদ কিল্লা ঘর ও কারেন্ট জাল।
এসময় বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন পরিবেশ কর্মীরা। উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক অনিক আহমেদ, সহ-দপ্তর সম্পাদক আতিকুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক রিপন হোসেন, শিক্ষক হাসিবুল হাসান শিমুল, সাংবাদিক আব্দুর রশিদ, পরিবেশকর্মী শফিউর রহমান রাজ প্রমুখ।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বর্ষার শেষে ও শীতের শুরুতে চলনবিলে ধান ক্ষেতে বিশেষভাবে তৈরি ফাঁদ কিল্লা ঘর ও কারেন্ট জালে পাখি শিকারে মেতে উঠে লোভী শিকারিরা। আর এই বিলের পাখি রক্ষায় কাকডাকা ভোরে দুর্গম বিলে ছুটে চলেন তারা। দীর্ঘ এক যুগ ধরে বিলে পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতা সৃষ্টি করেন।
বিডি প্রতিদিন/এমআই