টাইফয়েড জ্বর প্রতিরোধে দেশব্যাপী উদ্যোগের অংশ হিসেবে মাগুরাতে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ শুরু হয়েছে। রবিবার সকালে মাগুরা পিটিআই স্কুলে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। নয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে।
জানা গেছে, মাগুরা জেলায় মোট ২ হাজার ৩০১টি টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে ১,৩৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৫টি স্থায়ী কেন্দ্র এবং ৯৩৬টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। জেলার ২ লাখ ৪৭ হাজার ৮৭৬ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল