বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে তরুণ প্রজন্মকে সচেতন ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে “নৈতিক অবক্ষয় ঠেকাতে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, শুভসংঘের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন। তিনি বলেন, “বর্তমান সমাজে নৈতিকতার অবক্ষয় আমাদের পরিবার, শিক্ষা ও সামাজিক পরিবেশের জন্য বড় এক চ্যালেঞ্জ। শিশু ও কিশোরদের শৈশব থেকেই সততা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের চর্চায় গড়ে তুলতে হবে। পরিবার ও বিদ্যালয় একসঙ্গে কাজ করলে নৈতিক সমাজ গঠন সম্ভব হবে।”
তিনি বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে তরুণ প্রজন্মকে আদর্শ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সভায় বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “নৈতিক অবক্ষয় রোধে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভসংঘের লক্ষ্যই হচ্ছে ইতিবাচক চিন্তা ও মানবিক মূল্যবোধের চর্চা সমাজে ছড়িয়ে দেওয়া।”
আয়োজনে আরও উপস্থিত ছিলেন জেলা শুভসংঘের সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান নাবিল, সদস্য সুমাইয়া তানজিন স্নেহা, রুকাইয়া আক্তার ও সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, নৈতিক শিক্ষা শুধু পাঠ্যবইয়ের বিষয় নয়—এটি জীবনযাপনের অংশ হওয়া উচিত। প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ জায়গা থেকে নৈতিকতার অনুশীলন করতে হবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার চর্চা, মানবিক মূল্যবোধ বিকাশ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া